বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

Sumit | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫ : ৩৪Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি : ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। সুপারভাইজার পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার তিন। মঙ্গলবার ভোর রাতে তল্লাশি চালিয়ে উত্তর ২৪ পরগনার টিটাগর থেকে শ্যামসুন্দর সাউ এবং হুগলির মোল্লাপোতা থেকে বান্টি দাস ও সবর্ণ কুমার দাসকে গ্রেপ্তার করে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন শ্যামসুন্দর সাউ সাব কনট্রাকটর। আর বাকি দুই জন শ্রমিক। সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে ঘটনার সঙ্গে যুক্তদের সনাক্ত করে তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। সিসি টিভির ছবিতে দেখা গেছে ঘটনার ধৃত বান্টি খুবই মদ্যপ অবস্থায় ছিল।  ঠিক করে হাঁটতে পারছিল না। 

 

উল্লেখ্য সোমবার সন্ধ্যায় ঘটনা ঘটে। বিশ্বকর্মা পুজোর খাওয়াদাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে সুপারভাইজার পাপ্পু দাসের সঙ্গে বচসায় জড়িয়ে পরে সাহেগঞ্জের জুপিটার কারখানার কয়েকজন শ্রমিক। এদিকে কারখানায় চলছিল পুজোর প্রস্তুতি। এমন সময় কারখানা গেটের বাইরে খাওয়া দাওয়ার টাকা চাওয়া নিয়ে বচসা তীব্র আকার ধারণ করে।

 

সুপারভাইজারের উপর চড়াও হয় উন্মত্ত কয়েকজন শ্রমিক। রাস্তায় ফেলে বেদম প্রহর করা হয় সুপারভাইজারকে। চলে এলোপাথাড়ি মারধোর।  শ্রমিকদের গণপ্রহারে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুপারভাইজার পাপ্পু দাসের। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কারখানার আরও দুই শ্রমিক। তিন জনকে ব্যান্ডেল ই এস আই হাসপাতালে নিয়ে আসা হয়।

 

পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালের চিকিৎসক পাপ্পু দাসকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আইসি রামেশ্বর ওঝার নেতৃত্ত্বে চুঁচুড়া থানার পুলিশ। পৌঁছন চন্দননগর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, গোয়েন্দা বিভাগের ডিসি ইসরত জাহান রহমান সহ স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকেরা।

 

ঘটনার তদন্তে নামে চন্দননগর পুলিশ। কারখানার শ্রমিক স্থানীয় বাসিন্দা দোকানদার প্রত্যক্ষদর্শী সকলের সঙ্গে কথা বলে তদন্তকারী পুলিশ। দ্রুত সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সনাক্ত করে ফেলা হয়। তার পরেই সর রাত ধরে চলে তল্লাশি। ভোর রাতে গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে। এদিন ধৃতদের চুঁচুড়া জেলা আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানায় চুঁচুড়া থানা। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 


#Hoogly case#Sahagunj case#Police arrest



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

ভারী বৃষ্টির জেরে ফের ১০ নম্বর জাতীয় সড়কে নামল ধস, বিপাকে পর্যটকরা  ...



সোশ্যাল মিডিয়া



09 24